০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজন আটক

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়ঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি পোড়াগাও ইউনিয়নের বেকীকুড়া এলাকার বাসিন্দা হাসেন আলী’র পুত্র। জব্দকৃত মাদকের বাজার মুল্য প্রায় এক লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই তালেবের নেতৃত্বে একটি পুলিশ দল। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজন আটক

প্রকাশের সময়ঃ ০৫:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়ঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি পোড়াগাও ইউনিয়নের বেকীকুড়া এলাকার বাসিন্দা হাসেন আলী’র পুত্র। জব্দকৃত মাদকের বাজার মুল্য প্রায় এক লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই তালেবের নেতৃত্বে একটি পুলিশ দল। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”