০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যমুনা নদী পরিদর্শন করে ৩১ দফা তুলে ধরলেন এসএ জিন্নাহ কবির

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব এসএ জিন্নাহ কবির সম্প্রতি শিবালয় উপজেলার তেওতা নদী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর ভাঙন প্রবণতা, পানি প্রবাহ এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পর্যালোচনা করেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “নদীর তীরবর্তী মানুষদের বাড়িঘর যেন নদীগর্ভে বিলীন না হয়, সে জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

পরিদর্শন শেষে তেওতা নজরুল প্রমিলা মঞ্চে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন এসএ জিন্নাহ কবির। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

সমাবেশে সভাপতিত্ব করেন মো. আব্দুর রাজ্জাক (সভাপতি ১ নং তেওতা ইউনিয়ন) এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অব্যাহত দুর্নীতি, দুঃশাসন ও অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে শামিল হওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, “দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নে সকলকে সচেষ্ট হতে হবে।”
সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে যমুনা নদী পরিদর্শন করে ৩১ দফা তুলে ধরলেন এসএ জিন্নাহ কবির

প্রকাশের সময়ঃ ০৭:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব এসএ জিন্নাহ কবির সম্প্রতি শিবালয় উপজেলার তেওতা নদী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর ভাঙন প্রবণতা, পানি প্রবাহ এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পর্যালোচনা করেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “নদীর তীরবর্তী মানুষদের বাড়িঘর যেন নদীগর্ভে বিলীন না হয়, সে জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

পরিদর্শন শেষে তেওতা নজরুল প্রমিলা মঞ্চে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন এসএ জিন্নাহ কবির। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

সমাবেশে সভাপতিত্ব করেন মো. আব্দুর রাজ্জাক (সভাপতি ১ নং তেওতা ইউনিয়ন) এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অব্যাহত দুর্নীতি, দুঃশাসন ও অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে শামিল হওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, “দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নে সকলকে সচেষ্ট হতে হবে।”
সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।