০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১১ লাখ টাকার শুল্ক ফাঁকি, কুরিয়ারে পাঠানো ১৩ লাখ টাকার সিগারেট জব্দ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ১১ লাখ টাকার সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে পরিবহনের সময় কুরিয়ার সার্ভিস থেকে ১৩ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে ভ্যাট রাজস্ব বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে মানিকগঞ্জ শহরের এস. এ. পরিবহনের কুরিয়ার সার্ভিস পয়েন্ট থেকে এই সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, শুল্ক গোয়েন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এস. এ. পরিবহনে অভিযান চালায়‌। অভিযানে এস. এ. পরিবহনের ম্যানেজার তামাক জাত পণ্য পরিবহনের শুল্ক রশিদ দেখাতে না পারায় বিউটি টোব্যাকো কোম্পানির ২২টি কার্টুনে থাকা ২ লাখ ২০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং নারায়ণগঞ্জ এস. এ. পরিবহনের কুরিয়ার সার্ভিস পয়েন্টে পাঠানো হচ্ছিল। ২২ টি কার্টনের ১৪ টি কার্টনে সেনোর গোল্ড এবং ৮ টি কার্টনে কিং ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট কার্টুনে আবদ্ধ ছিল।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সদর সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন আকন্দ বলেন, ‘ভ্যাটের চালান না থাকার কারণে কুরিয়ার পয়েন্ট থেকে কার্টুন ভর্তি সিগারেট জব্দ করা হয়েছে। মালিকপক্ষ ভ্যাটের চালান উপস্থাপন করতে পারলে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে। নয়তো ভ্যাট ফাঁকির অপরাধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘২২টি কার্টুনে থাকা ২ লাখ ২০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসময় ১০ লাখ ৯৫ হাজার টাকার কর ফাঁকির হিসেব পাওয়া যায়।

চালান নিরীক্ষা করার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে এস. এ. পরিবহনের ম্যানেজার মো. রাসেল বলেন, ‘কাস্টমারের কাছে চালান চাওয়ার বিধান আমার নেই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন,’বিউটি টোব্যাকো কোম্পানি শুল্ক রশিদ দেখাতে না পারলে জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে ১১ লাখ টাকার শুল্ক ফাঁকি, কুরিয়ারে পাঠানো ১৩ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশের সময়ঃ ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ১১ লাখ টাকার সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে পরিবহনের সময় কুরিয়ার সার্ভিস থেকে ১৩ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে ভ্যাট রাজস্ব বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে মানিকগঞ্জ শহরের এস. এ. পরিবহনের কুরিয়ার সার্ভিস পয়েন্ট থেকে এই সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, শুল্ক গোয়েন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এস. এ. পরিবহনে অভিযান চালায়‌। অভিযানে এস. এ. পরিবহনের ম্যানেজার তামাক জাত পণ্য পরিবহনের শুল্ক রশিদ দেখাতে না পারায় বিউটি টোব্যাকো কোম্পানির ২২টি কার্টুনে থাকা ২ লাখ ২০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং নারায়ণগঞ্জ এস. এ. পরিবহনের কুরিয়ার সার্ভিস পয়েন্টে পাঠানো হচ্ছিল। ২২ টি কার্টনের ১৪ টি কার্টনে সেনোর গোল্ড এবং ৮ টি কার্টনে কিং ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট কার্টুনে আবদ্ধ ছিল।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সদর সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন আকন্দ বলেন, ‘ভ্যাটের চালান না থাকার কারণে কুরিয়ার পয়েন্ট থেকে কার্টুন ভর্তি সিগারেট জব্দ করা হয়েছে। মালিকপক্ষ ভ্যাটের চালান উপস্থাপন করতে পারলে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে। নয়তো ভ্যাট ফাঁকির অপরাধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘২২টি কার্টুনে থাকা ২ লাখ ২০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসময় ১০ লাখ ৯৫ হাজার টাকার কর ফাঁকির হিসেব পাওয়া যায়।

চালান নিরীক্ষা করার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে এস. এ. পরিবহনের ম্যানেজার মো. রাসেল বলেন, ‘কাস্টমারের কাছে চালান চাওয়ার বিধান আমার নেই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন,’বিউটি টোব্যাকো কোম্পানি শুল্ক রশিদ দেখাতে না পারলে জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।