
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে শতভাগ স্বচ্ছ ,প্রভাবমুক্ত ও তদবির বিহীন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শুধু ১১২ টাকা আবেদন ফিতে ২২ জন চাকরি পেয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে ।
১১২ টাকা আবেদন ফি বাবদ খরচে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চীত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন।
নিয়োগ প্রাপ্তদের মধ্যে রয়েছে অফিস সহায়ক পদে ৯ জন,নিরাপত্তা প্রহরী পদে ৮ জন,, পরিচ্ছন্নতা কর্মী পদে ৪ জন এবং সহকারী বাবুর্চি পদে ১ জন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, চাকরির জন্য অনলাইনে মোট আবেদন জমা পড়েছিল ৩৬৮৩ টি। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ০১ হাজার ৮৯৭জন প্রার্থী । গত ১৬ মে শুক্রবার তাদের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়। প্রার্থীদের দক্ষতার যাচাই বাচাই করে চূড়ান্তভাবে ২২ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
তিনি আরো বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পন্ন তদবির বিহীন, প্রভাব মুক্ত ও স্বচ্ছ । আবেদনকারীদের মেধা ও যোগ্যতা যাচাই করে শতভাগ স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে । এ ধরনের নিয়োগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থাও বারবে।
চাকরি পাওয়া জুলহাস বিশ্বাস জানান,মানিকগঞ্জ ডিসি অফিসে
তদবির ছাড়া সরকারি চাকরি পাওয়ার অভিজ্ঞতা আমার জন্য এক দারুন অর্জন। স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি নিয়োগ ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।