
গাজীপুরঃ গাজিপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমান জাল টাকা উদ্ধার করেছে র্যাব। এ সময় একজনকে আটক করা হয়।
সোমবার (০২ মে) রাত১১ টা ৪০ মিনিটে কালিয়াকৈর ভান্নারার বেলতলা এলাকার নিজ থেকে জাল টাকার নোট তৈরির মেশিনসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির কালিয়াকৈর উপজেলা ভান্নারার বেলতলা গ্রামের রিয়াজ হোসেন (২২)।
র্যাব সূত্রে জানা যায়, আসামি রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। পরবর্তীতে সেই জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মতন বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৪ এর একটি অভিযানিক দল তার নিজ বাড়ি অভিযান পরিচালনা করে সর্বমোট ১০,০৬৫০০/- টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন বলে জানায় র্যাব।