
সাভারঃ আগামীকাল পবিত্র ঈদুল আযহা। এই ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চল আশুলিয়ায় পশ্চিম কোনাপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া কলাবাগান এলাকায় এ ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় প্রায় এক”শ অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী চিনি, সেমাই, তেল, দুধ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পশ্চিম কোনাপাড়া যুব ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।