
মানিকগঞ্জঃ “প্লাস্টিক দূষণ আর নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ বুধবার (২৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি। এই দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সচেতনতা ও উদ্যোগই হতে পারে প্রধান হাতিয়ার।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খুরশিদ আলম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।