
যশোরঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
উক্ত দিবসে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি, এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। এক সময় আমরা মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি। মাদক মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তবে এটা ব্যক্তিগত ও সামাজিক ভাবে প্রতিহত করা গেলে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মাদকদ্রব্যের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে’ আমাদের শিক্ষা ব্যবস্থার পট-পরিবর্তন। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মাদকের হাত থেকে মুক্ত রাখার জন্য আমাদের বেশিবেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। সেই সাথে অভিভাবকদের সচেতন হতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী,
ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি, বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।