
নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সী বলেছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।
তিনি বলেন, শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।
সোমবার (৩০ জুন) রাতে একটি চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সোনারগাঁ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা কমিটি।
সালাউদ্দিনকে আহ্বায়ক ও জহিরুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিন্টু, থানা জিয়া সৈনিক দলের আহবায়ক মবির হোসেনসহ নেতৃবৃন্দ।