১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ শিশু রিয়া গোপের মৃত্যু: ১১ মাস পর হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জঃ গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে গুলিতে নিহত ৭ বছর বয়সী শিশু রিয়া গোপের ঘটনায় অবশেষে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান নূর বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

অরাজক পরিস্থিতিতে প্রাণ হারায় শিশু রিয়া
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মন্ডলপাড়া থেকে ২নং গেট এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা গুলি ও বোমা নিক্ষেপ করে যানবাহন ভাঙচুর করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কোটা আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের পিছু ধাওয়া করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গুলশান হলের নিকটবর্তী ২৭ নং নয়ামাটিস্থ দীপক কুমারের ৫ তলা বাড়ির ছাদে খেলাধুলা করার সময় দীপক কুমারের ৭ বছর বয়সী মেয়ে রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, পুলিশই বাদী
গুলিবিদ্ধ রিয়া গোপকে গুরুতর আহত অবস্থায় তার আত্মীয়-স্বজন প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ২৪ জুলাই সকালে রিয়া গোপ মৃত্যুবরণ করে। মৃত রিয়া গোপকে পরে ফতুল্লা থানাধীন মাজদাইর শ্মশানে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সমাহিত করা হয়।

এসআই আবু রায়হান নূর এজাহারে উল্লেখ করেছেন, রিয়া গোপের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হলেও, তারা আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে অভিযোগ দাখিল করবেন বলে জানান। ইতোপূর্বে এ বিষয়ে কোনো মামলা রুজু না হওয়ায় এবং নিহত রিয়া গোপের পরিবার মামলা দায়ের না করায়, বিষয়টি হত্যাজনিত ঘটনা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও নির্দেশনামতে তিনি নিজে বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।

পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামীর বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এই মামলার তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতির মায়ের জানাযা সম্পন্ন

গুলিবিদ্ধ শিশু রিয়া গোপের মৃত্যু: ১১ মাস পর হত্যা মামলা দায়ের

প্রকাশের সময়ঃ ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জঃ গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে গুলিতে নিহত ৭ বছর বয়সী শিশু রিয়া গোপের ঘটনায় অবশেষে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান নূর বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

অরাজক পরিস্থিতিতে প্রাণ হারায় শিশু রিয়া
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মন্ডলপাড়া থেকে ২নং গেট এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা গুলি ও বোমা নিক্ষেপ করে যানবাহন ভাঙচুর করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কোটা আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের পিছু ধাওয়া করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গুলশান হলের নিকটবর্তী ২৭ নং নয়ামাটিস্থ দীপক কুমারের ৫ তলা বাড়ির ছাদে খেলাধুলা করার সময় দীপক কুমারের ৭ বছর বয়সী মেয়ে রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, পুলিশই বাদী
গুলিবিদ্ধ রিয়া গোপকে গুরুতর আহত অবস্থায় তার আত্মীয়-স্বজন প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ২৪ জুলাই সকালে রিয়া গোপ মৃত্যুবরণ করে। মৃত রিয়া গোপকে পরে ফতুল্লা থানাধীন মাজদাইর শ্মশানে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সমাহিত করা হয়।

এসআই আবু রায়হান নূর এজাহারে উল্লেখ করেছেন, রিয়া গোপের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হলেও, তারা আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে অভিযোগ দাখিল করবেন বলে জানান। ইতোপূর্বে এ বিষয়ে কোনো মামলা রুজু না হওয়ায় এবং নিহত রিয়া গোপের পরিবার মামলা দায়ের না করায়, বিষয়টি হত্যাজনিত ঘটনা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও নির্দেশনামতে তিনি নিজে বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।

পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামীর বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এই মামলার তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।