
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল পাইনাদি মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড বিএনপির গাজী মনির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বিজয়, ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল রাজ্জাক রাজু’সহ অনেকে।