
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড বাজারে রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে এক যুবদল নেতার বর্বর হামলার শিকার হয়েছেন স্থানীয় এক যুবক। ঘটনার তিনদিন পার হলেও অভিযুক্ত এখনো অধরাই, ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদী হাসান শুভ (২২), গিলন্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। অভিযুক্ত ফরিদ উদ্দিন টিপু (৩৫) নবগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পেশায় অ্যাম্বুলেন্স চালক।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ফরিদ টিপু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গিলন্ড বাজার এলাকায় টং ঘর তুলে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসীর একাধিকবার নিষেধ সত্ত্বেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি গ্রামবাসী মিলে টংটি তুলে দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন টিপু। এরপর থেকেই যুবকদের হুমকি দিতে থাকেন তিনি।
এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার দুপুরে মেহেদী হাসান শুভ’র ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
শুভর মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাপ মরা ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছি। কোনো অন্যায় করেনি সে। এখন আমার সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে, অথচ তার ওপর যিনি হামলা চালিয়েছেন তিনি এখনো ধরা-ছোঁয়ার বাইরে। আমরা আতঙ্কে আছি, কখন আবার হামলা হয়।”
এ ঘটনায় শুক্রবার (৪ জুলাই) গিলন্ড বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা অংশ নিয়ে বলেন, শুভ মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার শিকার হয়েছেন। তারা অভিযুক্ত টিপুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অভিযোগ করেন যে, রাজনৈতিক পরিচয়ে তার অপকর্মে বাধা দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, অভিযুক্ত ফরিদ উদ্দিন টিপু হামলার বিষয়টি স্বীকার করে দাবি করেন, তিনিই উল্টো উসকানির শিকার হয়েছেন। তার ভাষায়, “শুভই প্রথম গালিগালাজ করে, আমি প্রতিরোধ করতে গেলে হাতাহাতির সময় হাতুড়ির আঘাতে সে আহত হয়।” তিনি শুভকে “অরাজকতার হোতা” এবং “মাদকে উৎসাহদাতা” বলেও উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত চলছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।”