
মানিকগঞ্জঃ ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জ-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও তৃণমূল বিএনপির সক্রিয় নেতা মোঃ রতন খান। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
রোববার (৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে স্থানীয় সড়কের পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন মোঃ রতন খান।
পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ, যুবক ও নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ রতন খান জানান, “আমার স্বপ্ন একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব মানিকগঞ্জ গড়া। সেই উদ্দেশ্যে আমরা পর্যায়ক্রমে মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলো ছাড়াও সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পরিচালনা করবো। কর্মসূচির আওতায় ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।”
তিনি আরও বলেন, “দেশের পরিবেশ বিপর্যয়ের এই সময়ে প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি স্বাস্থ্যকর পরিবেশ পাবে। রাজনীতির পাশাপাশি সমাজসেবা এবং পরিবেশ রক্ষা নিয়েও আমাদের কাজ করে যেতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রাকিব সিকদার, মনির হোসেন, আকাশ মিয়া, চয়ন শিকদার প্রমুখ। তারা বলেন, রতন খানের নেতৃত্বে গঠিত এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে।
এই কর্মসূচি শুধু রাজনৈতিক প্রচারণা নয়, বরং সমাজকল্যাণমুখী একটি দৃষ্টান্ত হয়ে উঠবে বলেও মনে করছেন এলাকাবাসী।
বিএনপি নেতা রতন খান ভবিষ্যতেও সমাজ ও পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।