১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সাভারঃ আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ।

বুধবার (০৯ জুলাই) বেলা ১১ টা থেকেই আশুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে উঠে বিক্ষোভ করতে থাকে।  এর আগে, গতকাল (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আশুলিয়া-সিএন্ডবি আঞ্চলিক সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, “আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব ? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। চাকুরীচ্যুত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবী তুলে ধরেন। দাবীগুলো হল-এডমিট কার্ড সংশোধন সহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। আগামীকাল (১০ জুলাই) থেকে আমাদের প্রতিষ্ঠানের আওকল কার্যক্রম বন্ধ ঘোষণা এবং পরীক্ষা বর্জনে শিক্ষক/শিক্ষার্থীদের গণসাক্ষর ও গেট ব্লকেড এবং প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক/কর্মচারী দায়ী তাদের চাকুরীচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এব্যাপারে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

আশুলিয়ায় ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রকাশের সময়ঃ ০৪:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সাভারঃ আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ।

বুধবার (০৯ জুলাই) বেলা ১১ টা থেকেই আশুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে উঠে বিক্ষোভ করতে থাকে।  এর আগে, গতকাল (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আশুলিয়া-সিএন্ডবি আঞ্চলিক সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, “আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব ? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। চাকুরীচ্যুত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবী তুলে ধরেন। দাবীগুলো হল-এডমিট কার্ড সংশোধন সহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। আগামীকাল (১০ জুলাই) থেকে আমাদের প্রতিষ্ঠানের আওকল কার্যক্রম বন্ধ ঘোষণা এবং পরীক্ষা বর্জনে শিক্ষক/শিক্ষার্থীদের গণসাক্ষর ও গেট ব্লকেড এবং প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক/কর্মচারী দায়ী তাদের চাকুরীচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এব্যাপারে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।