
শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজি, শরিফ রব্বানী ও আব্দুল হান্নান।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬জুলাই দক্ষিণ কান্দুলী গ্রামে সীমানার প্রাচীরকে কেন্দ্র করে স্থানীয় জুয়েল পরিবারের সাথে দ্বন্ধ হয়। এরি জেরে পরবর্তীতে ছুটিতে আসা সেনা সদস্য শাকিল হোসেন শান্ত’র নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র জুয়েলের পরিবার ও বাড়ীঘরে ভাংচোর সহ হামলা চালায়। তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করকে গেলেই হামলার শিকার হতে হচ্ছে এলাকাসীদের। সেকারণে তাদের এই অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবী করেন এলাকাবাসী।