
মানিকগঞ্জঃ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) বেলা দশটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত এবং উপ-পরিচালক জাকিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, সিভিল সার্জন ডা: মো: খুরশীদ আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসন,জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।