
সাতক্ষীরাঃসাতক্ষীরার দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও সাতক্ষীরা দিবা নৈশ কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন (৫২) আর নেই( ইন্নালিল্লাহি —রাজিউন)।
তিনি ২৬ জুলাই শনিবার সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। একই দিন শনিবার রাত ১১ টায় সাতক্ষীরা ইটাগাছা তার নিজস্ব বাসভবনে এবং পরে রাত ১/২ টায় দিকে মরহুমের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলায় আনা হয়।
২৭ জুলাই রবিবার বাদ জোহর নামাজের পরে মরহুমের নুনেখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১ মাসের ছুটি নেয়।
তার একমাত্র ছেলে ঢাকায় পড়াশোনা করে, তিনি সেখানে যেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে মৃত্যু বরণ করে। তার স্ত্রী সাতক্ষীরা দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুরা বেগম গত ৩ বছর পূর্বে মারা যায়। মরহুম জয়নাল আবেদীন এর মৃত্যু কালে তার একমাত্র পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ এর অধ্যক্ষ একে এম শফিকুজ্জামান, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, সূবর্ণবাদ সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উক্ত হাই স্কুলের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম, যুবদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজাফফর হোসেন ও সহ- সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।