
মানিকগঞ্জঃ পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে হামদ নাত,রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকালে শিশু একাডেমী প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরু মিয়া ও বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক রুহুল জামান সুজন।
বিচারকের দায়িত্বে ছিলেন মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল আহাদ ও কানিজ ফাতিমা স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক কানাই লাল ঘোষ।