
জাবি প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর ২০২৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন গেট ও আশপাশ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা গেছে একদল বহিরাগতকে। ঘটনাটি ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, রাত প্রায় ১টার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক(ডেইরি গেট), আমবাগান, বিশমাইল,প্রান্তিক গেটসহ বিভিন্ন প্রবেশপথে অন্তত ২০-৩০ জন অচেনা ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে প্রার্থীদের “অভিভাবক” দাবি করলেও, নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম বা পরিচয় দিতে ব্যর্থ হন।
একজন শিক্ষার্থী বলেন, তারা বলছে তারা প্রার্থীদের সাথে এসেছে, কিন্তু কে প্রার্থী, কী পরিচয়—এইসব কিছুই বলতে পারছে না। তাদের আচরণও আমাদের সন্দেহজনক লেগেছে।
এ বিষয়ে নিরাপত্তা কর্মী এবং জাকসু কে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল তারাও সুষ্পষ্ট করে কিছু বলতে পারেনি। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।