
সাতক্ষীরাঃ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া পরিষদের সমাবেশে তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক শেখ আমিনুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।
বক্তব্যে তিনি বলেন দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে প্রাণের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভূলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এবং দল আমাকে মনোনয়ন দিলে সাতক্ষীরা ৩ আসন তথা আশাশুনী ও কালিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান বক্তা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী, কৃষ্ণগর বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, রতনপুরে বিএনপির সাধারণ সম্পাদক পদেপ্রার্থী ফজলুর রহমান আকাশ, বিএনপি নেতা আবু তোহার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীর, সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এসএম মেহেদী তাজ সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।