
লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের দুই মাস পেরিয়ে গেলেও ভিকটিমকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেফতার কোনটাই করতে পারেনি পুলিশ।
ওই ছাত্রী উত্তর দলগ্রাম পাটওয়ারীটারী এলাকার ছামিউল ইসলামের মেয়ে। সে উত্তর দলগ্রাম আনছারিয়া আজিমিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় গত ৭ জুলাই ওই ছাত্রীর বাবা ছামিউল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদরাসা যাওয়ার পথে বিগত এক মাস পুর্ব হতে রাস্তায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল পাশ্ববর্তী ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার মনতাজ আলীর ছেলে সুরুজ্জামান ওরফে সুরুজ্জামাল। এমতাবস্থায় গত ১ জুলুই সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে ওই ছাত্রী প্রথম সাময়িক পরিক্ষা দেয়ার উদ্দেশ্য মাদরাসা যাওয়ার পথে সুরুজ্জামালসহ ৫ জন ওই ছাত্রীর
পথরোধ করে জোর পুর্বক সুরুজ্জামালের মোটরসাইকেল উঠাইয়া তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের খোঁজ না পেয়ে তার বাবা ছামিউল ইসলাম কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলা নং- ১০।
অপহৃত ওই ছাত্রীর বাবা ছামিউল বলেন, ‘মাদরাসা যাওয়ার পথে সুরুজ্জামান নামের এক ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়। থানায় মামলাও করা হয়েছে কিন্তু দুই মাস পার হলেও মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী বলেন, থানায় মামলা হয়েছে ভিকটিম কে উদ্ধার করা সহ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।