
ঢাকাঃ আশুলিয়ায় ১০ (দশ) লিটার চোলাই মদসহ ০২ মাদক কারবারি আটক করেছে ঢাকা জেলার ডিবি পুলিশ (উত্তর)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) ঢাকা জেলা। এর আগে গত রাতে আশুলিয়ার শিমুলিয়া হতে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, ১। মোঃ লিটন (৪২), সাং-গড়পাড়া, সাকরাইল, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- বটতলা ফকির বাড়ি সবুজ এর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ এনামুল হক (৩৫), পিতা- মজির উদ্দিন, মাতা- আমিনা বিবি, সাং- রসুলপুর চোমক, থানা- ফুলবাড়ি , জেলা-দিনাজপুর, এ/পি সাং- ফকির বাড়ি বটতলা, থানা-আশুলিয়া,
সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৪/০৯/২৫খ্রি. তারিখ ২২:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া শিমুলতলা এলাকা হইতে আসামী জেলা-ঢাকাদ্বয়কে ১০ (দশ) লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।