
শেরপুরঃ শেরপুরে রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে তরুণদের আর্থিক সাক্ষরতা প্রদান বিষয়ক গ্রাহক সেবাপক্ষ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের অংশ হিসেবে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের মাঝে আর্থিক সাক্ষরতা বিষয়ক এই গ্রাহক সেবাপক্ষ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রূপালী ব্যাংকের শেরপুর টাউন কর্পোরেট শাখার আয়োজনে শহরের রঘুনাথ বাজার এলাকার ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান।
সভায় স্কুল শিক্ষক মো. আরিফুল ইসলাম, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা মো. মশিউর রহমান, ব্যাংকের গ্রাহক ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার মাধ্যমে তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে আর্থিক সাক্ষরতার কোন বিকল্প নেই। তাই তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় ব্যাংকের পক্ষ থেকে তরুণদের আর্থিক খাতের সেবাসমূহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।