
যশোরঃ যশোরের শার্শায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) নামে দুজন গুরুতর আহত হয়ে’ যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) আহসান উল্লাহকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাইসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।