০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

শেরপুরঃ শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে—বেনামে ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর বুধবার রাতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে সংবাদ সম্মেলন করেন শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পিপি এডভোকেট আব্দুল মান্নান লিখিত বক্তব্যে বলেন, আপনারা অবগত আছেন, আমি গত ১৮/১১/২০২৪ সালে সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপক্ষে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের দায়ের করা মামলাসমূহের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেফতার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা—কর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি।

গত ২৮/০৯/২০২৫ তারিখে শেরপুর সদর থানার মামলা নং—২১, তারিখ—১১/১২/২০২৪, জি, আর মোকদ্দমা নং—৫৯১/২৪, ধারা— ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—ডি মামলায় এজাহার বহির্ভূত আসামি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চব্বিশের গণঅভ্যুত্থান আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়াদের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষে ক্রিমিনাল মিস কেইস নং—১১১০/২০২৫ মূলে জেলা জজ আদালত শেরপুরে জামিন শুনানী অনুষ্ঠিত হয়।

আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে যথারীতি আসামীর জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ বিচারক আসামীর আইনজীবী ও বাদীর জিম্মায় আসামী চন্দন কুমার পালকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির আইনগত কোন এখতিয়ার বা প্রভাব নেই। অথচ এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে—বেনামে বেশকিছু ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে পিপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে— যা আমার জন্য মানহানিকর। এসব বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাষ্ট্রপক্ষ সংরক্ষণ করে।

আমি এ সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার নং—৪১, তাং—০১/১০/২৫ ইং। আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধিতার কারণে দীর্ঘ প্রায় ১ বছর আগের ৬টি মামলায় জজকোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলায় জামিনের আদেশপ্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

প্রকৃতপক্ষে এসব প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসা ও আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ উঠেপড়ে লেগেছে। বর্তমান রাজনীতির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নগ্নভাবে সত্য—মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে প্রতিপক্ষের সম্মানহানি করা। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরিরামপুরে বিএনপির পক্ষ হতে শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন হাজী আব্দুল হান্নান মৃধা

শেরপুরে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

 

শেরপুরঃ শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে—বেনামে ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর বুধবার রাতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে সংবাদ সম্মেলন করেন শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পিপি এডভোকেট আব্দুল মান্নান লিখিত বক্তব্যে বলেন, আপনারা অবগত আছেন, আমি গত ১৮/১১/২০২৪ সালে সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপক্ষে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের দায়ের করা মামলাসমূহের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেফতার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা—কর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি।

গত ২৮/০৯/২০২৫ তারিখে শেরপুর সদর থানার মামলা নং—২১, তারিখ—১১/১২/২০২৪, জি, আর মোকদ্দমা নং—৫৯১/২৪, ধারা— ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—ডি মামলায় এজাহার বহির্ভূত আসামি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চব্বিশের গণঅভ্যুত্থান আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়াদের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষে ক্রিমিনাল মিস কেইস নং—১১১০/২০২৫ মূলে জেলা জজ আদালত শেরপুরে জামিন শুনানী অনুষ্ঠিত হয়।

আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে যথারীতি আসামীর জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ বিচারক আসামীর আইনজীবী ও বাদীর জিম্মায় আসামী চন্দন কুমার পালকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির আইনগত কোন এখতিয়ার বা প্রভাব নেই। অথচ এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে—বেনামে বেশকিছু ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে পিপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে— যা আমার জন্য মানহানিকর। এসব বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাষ্ট্রপক্ষ সংরক্ষণ করে।

আমি এ সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার নং—৪১, তাং—০১/১০/২৫ ইং। আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধিতার কারণে দীর্ঘ প্রায় ১ বছর আগের ৬টি মামলায় জজকোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলায় জামিনের আদেশপ্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

প্রকৃতপক্ষে এসব প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসা ও আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ উঠেপড়ে লেগেছে। বর্তমান রাজনীতির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নগ্নভাবে সত্য—মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে প্রতিপক্ষের সম্মানহানি করা। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য।