
নারায়ণগঞ্জঃ আসন্ন বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জসহ র্যাব-১১ এর সকল আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের মতো জনসমাগমপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব পূর্ণ প্রস্তুত।
র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এই সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অতিরিক্ত টহল ও মোবাইল টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। বিসর্জন ঘাট ও মণ্ডপ এলাকায় নিবিড় গোয়েন্দা নজরদারি বজায় রাখতে সাদা পোশাকের টিমও দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রতি বছরের মতো এবারও পূজার শেষ দিনে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেবেন। ভক্তদের এই প্রতিমা বিসর্জন যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যেই র্যাব শেষ মুহূর্ত পর্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করবে।