
ঢাকাঃ আশুলিয়ায় সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খানের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর জয় রেস্তরায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলামের দাবি, অভিযুক্ত মোঃ আমিরুল ইসলাম খান সদ্য ঘোষিত সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক। যিনি ঠিকাদারি কাজে কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে ফেরত না দিয়ে টালবাহানা করছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দায়ের করেছে।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন,আমিরুল ইসলাম খানের সাথে আমার ব্যক্তগত সুস্পর্কের সুযোগ নিয়ে ঠিকাদারি কাজের জন্য ২৫% লাভ্যাংসহ আসল টাকার ফেরত দেওয়ার শর্তে ব্যাংকের মাধ্যমে ৬০ লক্ষ টাকা নেয়। যা তিনি নাগরপুর থেকে চৌহালী পর্যন্ত রাস্তার ঠিকাদারি কাজে ব্যবহার করবে বলে আমাকে জানায়। কিন্তু পরবর্তীতে জানতে পারি, সে ওখানে কোন কাজ পায়নি। এরপর টাকা ফেরত চাইলে তিনি আমাকে ৬০ লক্ষ টাকার একটি চেক দেয়, যা ব্যাংকে ডিজআর্নার হয়। এরপর এনআই এক্ট ১৩৮ অনুযায়ী উকিল নোটিশ পাঠানো একমাস পর টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করি। এ ব্যপারে আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত আবেদন করেও কোন ফল পাইনি।
ভুক্তভোগী আরো বলেন, মামলা দায়েরের পর থেকে আমিরুল ইসলাম বিভিন্ন মাধ্যমে আমাকে প্রান নাশের হুমকি দেয়৷ এনিয়ে আমি থানায় সাধারণত ডায়েরি করেছি। এই নেতা শুধু আমার কাছ থেকে নয়, স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার এমন কর্মকান্ড আমি এবং আনার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
মতিউর রহমান, স্টাফ রিপোর্টার 













