
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বেসরকারি গবেষণা ও অধিকারভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন ‘ভয়েস’এর পক্ষ থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে ।
আজ শনিবার (০৮ নভেম্বর) সকাল দশটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ক্যাফে হাইওয়ে রেস্তোরা এন্ড চাইনিজ, ১৪- হাইয়ে, জেনিয়া ম্যানসনে বেসরকারী সংগঠন ‘ভয়েস” এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন,
প্রসিকিউটর ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষক তানভীর হাসান জোহা এবং ভয়েস এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, প্রগরাম অফিসার প্রিয়ত ত্রিপুরা।
অনলাইন নিরাপত্তা (কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয়, হ্যাকিং বা নজরদারি থেকে নিজেকে রক্ষা করতে কীকরণীয়, অনলাইনে কাজ করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কীধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক হবে বলে সাংবাদিকরা মনে করেন।
মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্য এনজিও প্রতিনিধিসহ মোট ২৫ জন অংশ গ্রহন করে।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 


















