
শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীর উপজেলার গড়জরিপা ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্রবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে মহিলা দলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
এছাড়াও বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর সহধর্মিনী ফরিদা হক দিপা, তার মেয়ে রুবাইদা হক রিমিঝিম, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ মহিলা দলের নেতৃবৃন্দ।
শেরপুর প্রতিনিধিঃ 


















