
ঢাকাঃ সাভার মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিয়া বলেন, দেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় নিষিদ্ধ সংগঠন যুবলীগ,এছাড়াও ছাত্রলীগ,ও আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমান সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাউফুর রহমান পরাগঃ 


















