নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা মিয়া (৫২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাদশা মিয়ার ছেলে আল আমিন বলেন, আমার বাবা পেশায় একজন রিকশাচালক। রাতে বাসায় এসে মোবাইল চার্জ দেওয়ার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল আমিন জানায়, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার গণোয়াকান্দি গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি। ঘটনার বিষয়ে তারাই তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho