নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের দক্ষিন সালনা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বৃহস্পবার সকালে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়।
সকাল ১০টায় জুসনে জুলুসটি দক্ষিন সালনা থেকে শুরু হয়ে গাজীপুর জেলা সদর সহ ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রদক্ষিন শেষে পুড়াবাড়ি এলাকাস্থ শাহ সুফি হযরত ফসি উদ্দিন (রঃ) মাজার প্রঙ্গনে এসে আলোচনা সভা, মিলাদ মাহফিল,বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।
জসনে জুলুশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাউসুল আযম বৈরাবরী সুলতানীয় দরবারের পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী।
গাউসুল আযম ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা মুফতী নুরুল ইসলাম আল কাদরী বৈরাবরী, মুফতি সৈয়দ ইব্রাহিম খলিল, সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুর রহিম জালালী,শাহাদৎ হোসেন জালালী,সাদেক হোসেন জালালী,আবুল ফকির বৈরাবরী, দোলোয়ার হোসেন মোল্লা, মিজনুর রহমান লিটন,মাহবুব হাসান রাসেল সহ অনেকে।পরে মিলাদ কিয়াম ও মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝ তবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho