মোঃ মনির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরে কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার রাঁতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে নিহতদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাঁতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মুষল ধারায় বৃষ্টি পড়ার কারণে রাঁতের কোনো এক সময়, মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এসময় ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। পরের দিন শুক্রবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে আমরা পৌছানোর আগেই স্থানীয়রা নিহতদের লাশ উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো এক সময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে তাদের মৃত্যু হয়।