আলোকিত কন্ঠ অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর নেদারল্যান্ডসের মুখোমুখি নিউজিল্যান্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামছে টম লাথামরা। কিউই একাদশে এসেছে একটি পরিবর্তন। দলে ঢুকেছেন পেস বোলার লকি ফার্গুসন।
বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে নিউজিল্যান্ড। ডাচদের বিপক্ষে তাই জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ দলটির সামনে। নেদারল্যান্ডস দলে এসেছে দুইটি পরিবর্তন।
দলে ঢুকেছেন সাইব্রান্ড ইংগেলব্রেচট ও রায়ান ক্লেইন। বাদ পড়েছেন লোগান ফন বিক ও সাকিব জুলফিকার।নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন মার্ক চাপম্যান।
নেদারল্যান্ডস : বিক্রম সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানারু,সাইব্রান্ড ইংগেলব্রেচট, রায়ান ক্লেইন, রোলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho