আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

হরর-অ্যাকশনে ‘ডেডবডি’ মুক্তির ঘোষণা

বিনোদন ডেক্স :

নতুন ছবির কাজ শুরু করেছে পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘ডেডবডি’। এতে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে থাকবেন কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি। সেই লক্ষ্যে রোববার রাতে ঘটা করে হয়ে গেল মহরত অনুষ্ঠান। শুটিংয়ের আগে মহরতেই ছবি মুক্তির ঘোষণা দিলেন ইকবাল।

‘ডেডবডি’ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

রোববার (৮ অক্টোবর) রাতে বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠানে ওমর সানী বলেন, ‘ডেডবডি’ সিনেমার নাম শুনেই চিৎকার দিয়ে উঠেছি। গল্পটি শোনার পরে কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে আমার অনেকে সৌভাগ্য আছে। সিনিয়র-জুনিয়র বুঝি না। আগে সিনেমাটি ভালোভাবে শেষ করতে হবে। আমি বলব, ‘ডেডবডি’ যেনে আগামী রোজার ঈদে আসে।

ওমর সানী কথার রেশ ধরে ইকবাল বলেন, ‘আমি তো প্রায় ঈদেই আসি। গত ঈদে অনন্ত-বর্ষাকে নিয়ে আমার ‘কিল হিম’ এসেছিল। বন্ধু ওমর সানী বলেছেন, ‘ডেডবডি’ সিনেমাটি ঈদে আনতে। কথা দিলাম, আগামী ঈদেও নতুন এই সিনেমা নিয়ে আসব। আসছে রোজার ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি’।

মহরত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, অভিনেতা নাদের খানসহ অনেকে।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ