আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

বাসের ধাক্কায় লেগুনার খাদে , নিহত ৪

স্টাফ রির্পোটার :  মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (১১ অক্টোবর) সকাল  ৮টার দিকে সদর উপজেলার মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে।
এরা হলেন, লেগুনা চালক সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে জাহিদ মিয়া (৪০), ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনের কর্মী সদর উপজেলার বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) এবং একই উপজেলার পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি ৭/৮ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজন রোগীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ