স্টাফ রিপোর্টার : শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে মানিকগঞ্জ সিংগাইরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
“মেয়েদের অধিকারে, বিনিয়োগ, আমাদের নেতৃত্ব, আমাদের মঙ্গল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে সিংগাইর জাতীয় মহিলা সংস্থা ও বারসিক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আনোয়ারা খাতুনের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার।
এই কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শাহীন আক্তার, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রশিক্ষক সুলতানা আক্তার, বারসিক কর্মকর্তা আছিয়া আক্তার, অঙ্কুর কিশোরী ক্লাবের সভাপতি অনামিকা সরকার, সাধারণ সম্পাদক রুমকা সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বাল্য বিবাহ- ইভটিজিং বুলিং প্রতিরোধে একসাথে কাজ করতে হবে। কন্যাশিশুদের অধিকার আদায়ে ঘরে বাইরে আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে। নিজদের অবয়ব ও সামাজিক পরিচিতির বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।