নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ার মহাসড়কে অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় কাজী রুবিনা আক্তার রুবি(৪০) নামক এক নারীর মৃত্যু হয়েছে৷
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নবীনগর–চন্দ্রা মহাসড়কে বাইপাইল এলাকায় আশুলিয়া থানার সংযোগ সড়কের মাথায় চন্দ্রামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কাজী রুবিনা আক্তার রুবি(৪০) আশুলিয়া থানার ডেন্ডাবর পলাশবাড়ি এলাকার কাজী গোলাম সারোয়ারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী ইজিবাইক থেকে নামার পর পেছন থেকে আসা দ্রতগতির অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।মাইক্রোবাসের ধাক্কায় তিনি সড়কে পরে গেলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার আসছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে। সেই সঙ্গে ঘাতক মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে।