আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ ইং

ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যার প্রতিবাদে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মো: রাজীব আহসান মান্নু, স্টাফ রির্পোটার : 

মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ও তাওহীদ মুসলিম জনতা উপজেলা শাখার পক্ষ থেকে অবৈধ দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ ১৭ ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক উথলী বাস স্ট্যান্ড এলাকা হয়ে টেপড়া উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজার হাজার মুসল্লি ও ওলামা একরামগন অংশগ্রহণ করেন । সংহতি সমাবেশে উপস্থিত বক্তরা বলেন, আমেরিকার মদদতে ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনির নিরীহ হাজার হাজার মুসলমানদের উপর প্রতিনিয়তই অহেতুক হামলা চালিয়ে তাদেরকে হত্যা করছে। অবিলম্বে এই অহেতুক হামলা ও হত্যাকান্ড বন্ধ করতে হবে । সেই সাথে ফিলিস্তিনিদের পবিত্র ভূ- খন্ড আল-আকসা ইসরাইলী সেনাবাহিনীর অবৈধভাবে দগলদারি ও আগ্রাসন ছেড়ে দিতে হবে । ইসরাইলী ইহুদী সেনাবাহিনী প্রতিদিন ফিলিস্তিনির হাজার হাজার মুসলিম নারী ও শিশুদের কে হত্যা করছে। অথচ বহি:বিশ্ব এ বিষয়ে কোনো মন্তব্য করছে না বরং চুপ থাকছেন। অপরদিকে ফিলিস্তিনি সেনাবাহিনী ইসরাইল শিশুদের আদর করছে। বক্তাগন,এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনির নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য বিশ্বের সকল মুসলিম দেশ গুলো কে আহ্বান জানান। আলোচনা শেষে উপস্থিত মুসল্লিগন নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেন। সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ও তাওহীদ মুসলিম জনতা মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি ক্বারী মোহাম্মদ জামাল উদ্দিন, শিবালয় উপজেলা শাখার সভাপতি হাফেজ মো:শহিদুল্লা , সহ-সভাপতি মুফতি মাওলানা ইলিয়াস বিন নাছির , সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, যুব আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার নেতা
মো:মিজানুর রহমান ইসলামি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজারো মুসল্লি ও ওলামা একরামগন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ