আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মধুখালীতে শেখ রাসেল দিবস পালিত

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা করা হয়। এর পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারন সম্পাদক মো: রেজাউল হক বকুর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দসহ,শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পামল্য অর্পন করেন।মধুখালী থানা পুলিশও পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে উপজেলা হল রুমে শিশু রাসেলের জীবন সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারী কমিশনার( ভূমি) শামিম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, ,ও উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ। আলোচনা পরবর্তী জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও পুরষ্কার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ