আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের তরা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

বাস চালক শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছি। পথে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে ২/৩ যাত্রী বেশে গাড়িতে ওঠে।
তরা এলাকায় পৌঁছালে আরও ৪/৫ জন গাড়িতে ওঠে। এরপর তারা যাত্রীদের নেমে যেতে বলেন।
যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে বোতলে থাকা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে গাড়িটি আগুনে পুড়ে যায়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ