প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৯:০৪ পি.এম
কুড়িগ্রামে গাঁজা এবং একটি অটোসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু , জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের
ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ অক্টোবর ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১৬.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজ এলাকা থেকে একটি অটো ইজিবাইকে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ০৫ কেজি গাঁজাসহ কাউনিয়া থানাধীন কুরশা ৬নং ওয়ার্ড এর কুখ্যাত মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (২৮) ও পীরগাছা থানাধীন মধুরাম (তেলিপাড়া) ৩নং ইটাকুমারী ইউপির মোঃ সোহেল রানা (২৪) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho