
পার্থ রায়, ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদা বেগম কৃক বোয়ালমারী উপজেলার অসংখ্য নেতা কর্মীকে সঙ্গে নিয়ে ডায়মন্ড সিনেমা হলে “মুজিব একটি জাতির রূপকার”, সিনেমাটি, দেখতে যান।
সিনেমা শেষে তিনি মুজুরদিয়া ও কাদিরদি হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও কিছুক্ষন অবস্থান করেন। এসময় তার সঙ্গে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলর রেশমা আক্তার, গাজনা ইউনিয়নের মেম্বার আদর আলী এবং উক্ত উপজেলার বিভিন্ন নেতা কর্মী বৃন্দ।