-
- রাজনীতি, সারাদেশ
- মধুখালীতে বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ।
- প্রকাশের সময়ঃ নভেম্বর, ৬, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
- 177 বার পড়া হয়েছে
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : আজ ৬ নভেম্বর সোমবার ফরিদপুরের মধুখালীতে সকাল ১০ টায় বিএনপির, অবরোধের প্রতিবাদে উপজেলার আখচাষী কল্যাণ ভবনের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ একটি প্রতিবাদ মিছিল বের হয়ে ঢাকা খুলনা মহাসড়ক প্রদিক্ষণ করে মধুখালী রেলগেট হয়ে আখচাষী কল্যাণ ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ: সালাম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, ওহিদুজ্জামান বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম সহ, মৎস্যজীবী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য মুরাদুজ্জামান মুরাদ, তথ্য গবেষণা বিষায়ক সম্পাদক শাহ ফারুক হোসেন, প্রফেসর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আসাদুজ্জামান তপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যামিনী সিংহ রায় সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এরপর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেন।
এই বিভাগের আরও সংবাদ