প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১১:২৩ এ.এম
কুড়িগ্রামে অভিনব কায়দায় মোটরসাইকেলের ভিতর ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৮ নভেম্বর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৯.১০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১ টি মোটর সাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের চিন্হিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho