
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অদ্য ১২ নভেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গা পূজা ২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্ন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে উপস্থিত সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সদর হাসপাতাল তত্ত্বাবধারক ডা: মো: শহিদুল্লাহ, জেলা আনসার কমান্ডেন্ট নাহিদ হাসান জনি, ডিডি এনএসআই আকরাম হোসেন, এনজিও ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মন্টু, ভুরুংগামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান, মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, শ্রী রামকৃষ্ণ মন্দির কুড়িগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, বিভিন্ন উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী অফিসারবৃন্দ, কুড়িগ্রাম জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
আইনশৃঙ্খলায় রক্ষায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান অনেক সদস্যরা। তারা কুড়িগ্রামে পুলিশ ও প্রশাসনের মেলবন্ধনের প্রশংসা করে। সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।