মো: মনির হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫), অপরজন হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮) । তারা উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় রেডিমিক্সড পরিবহনের একটি গাড়ি সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর একজন হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জনান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।