আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ইসরায়েলের গণহত্যা বন্ধে কুড়িগ্রামে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত।

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলের বর্বর নৃশংস গণহত্যা এবং একই ধারাবাহিকতায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াতের হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৬ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম। সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাংবাদিক শ্যামল ভৌমিক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি একরামুল হক স্বপন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু,  জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম জি রাব্বুল ইসলাম পাপ্পু,  মহিলা পরিষদের জুলিয়া জুলকারনাইন  রত্না,  নাট্য অভিনেতা পার্থ প্রতিম, মোস্তাফিজার রহমান,  বিপ্লব তরফদার,  সাতকরি রায় নিলু, ইমতে আহসান শিলু, বাসদ নেতা রোকনুজ্জামান রুকু, পৌর আওয়ামী লীগের নেতা মনোয়ার হোসেন, নুর মোহাম্মদ সাবেরী  সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বিরতি এবং বাংলাদেশের বিএনপি জামায়াতের সহিংসতার বিরুদ্ধে  তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ