আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিক, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মানদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে হরিরামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, গত রোববার সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পরে নিখোঁজ হন শ্রমিক রবিউল (১৮)। সে শরিয়তপুর বাবুরচর এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ ফেরার পথে পদ্মা নদীতে পরে নিখোঁজ হয় । আজ সকালে বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho