-
- সারাদেশ
- মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মাঝি আব্দুস সালাম
- প্রকাশের সময়ঃ নভেম্বর, ৩০, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
- 110 বার পড়া হয়েছে
মো: রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ দৌলতপুর- ঘিওর- শিবালয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম রিটার্নিং অফিসার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার ও রির্টানিং অফিসার শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও গতকাল বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, আওয়ামীলীগ নেতা ও জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মেহের উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদককাজী এনায়েত হোসেন টিপু, আমিরুল ইসলাম মট্টু, জেলা আওয়ামী লীগের নেতা দীপক কুমার ঘোষ, শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভঅপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান, সাধারন সস্পাদক মো: আব্দুল ক্দ্দুুস, যুগ্ন সাধারন সম্পদক মো: আলী আহসান মিঠু, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা যুলীগ আহবায়ক মিরাজ হোসেন লালন, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, এনামুল হক রুবেলসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের বলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। ঘিওর- দৌলতপুর– শিবালয- উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। দেশের এযাবৎকাল যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশবিরোধী কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। দেশ আবার সন্ত্রাসের জনপদে পরিণত হবে।
এই বিভাগের আরও সংবাদ